২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৩০, ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম অধ্যায় : আকাইদ-বিশ্বাস
-

প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘প্রথম অধ্যায় : আকাইদ-বিশ্বাস’ থেকে আরো ২টি বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
বর্ণনামূলক প্রশ্ন
প্রশ্ন : নবী-রাসুলগণের শিক্ষার মূল কথাগুলো কী কী?
উত্তর : মানুষের কল্যাণ সাধন, পথভ্রষ্ট মানুষকে সৎ পথে পরিচালিত করার জন্য আল্লাহ তায়ালা যুগে যুগে নবী-রাসুল প্রেরণ করেছেন। নবী-রাসুলগণের সঠিক দিকনির্দেশনায় মানুষ সৎপথে পরিচালিত হয়।
নবী-রাসুলগণের শিক্ষা নিয়ে মূল কথা : নবী-রাসুলগণ মানুষের জন্য বিভিন্ন শিক্ষা নিয়ে এসেছেন। নিম্নে তাঁদের শিক্ষার মূল কথাগুলো বর্ণনা করা হলো-
১. তাওহিদ : আল্লাহ এক ও অদ্বিতীয়। তাঁর কোনো শরিক নেই।
২. রিসালাত : নবী-রাসুলগণের মাধ্যমে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো।
৩. দ্বীন : আল্লাহর দেয়া পূর্ণাঙ্গ জীবনবিধান।
৪. আখলাক : চারিত্রিক গুণ ও ভালো ব্যবহারের নিয়মকানুন।
৫. শরিয়ত : জীবনযাপনের বিধান ধর্মের দৃষ্টিতে বৈধ-অবৈধ এবং জায়েজ-নাজায়েজ শিক্ষা সংবলিত বিধিবিধান।
৬. আখিরাত : মৃত্যুর পরের জীবন অর্থাৎ পুনরুত্থান।
প্রশ্ন : একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এ সম্পর্কে ১০টি বাক্য লিখ।
উত্তর : আল্লাহপাক পৃথিবীতে মানবজাতি সৃষ্টি করেছেন। এ মানবজাতির মধ্যে রয়েছে বিভিন্ন ধর্মগত প্রভেদ। এসব ধর্মের মধ্যে ইসলাম হলো অন্যতম। যারা ইসলাম ধর্মের অনুসারী তারাই মুসলিম।
একজন মুসলিমের আচার আচরণ : একজন মুসলিমের আচার আচরণ কেমন হওয়া উচিত তা নিম্নে দেয়া হলো-
১. মুসলিমের আচার আচরণ হবে নম্র, ভদ্র ও মার্জিত।
২. সে সত্য কথা বলবে, সৎপথে চলবে।
৩. কাউকে কষ্ট দেবে না ও আঘাত করবে না।
৪. চুরি, ডাকাতি করবে না। সন্ত্রাস সৃষ্টি করবে না।
৫. নিরীহ মানুষের প্রতি জুলুম করবে না। প্রতারণা ও ফাসাদ সৃষ্টি করবে না।
৬. আমানতের খেয়ানত করবে না। গিবত ও পরনিন্দা করবে না।
৭. একমাত্র আল্লাহর ইবাদত করবে। নবীর আদর্শিত পথে চলবে।
৮. বিপদে-আপদে অন্যকে সাহায্য করবে। পিতা-মাতাকে সম্মান করবে।
৯. সর্বদা মানুষের কল্যাণ কামনা করবে।
১০. এক মুসলমান আরেক মুসলমানকে ভাইয়ের মতো দেখতে হবে।
আল্লাহ তায়ালার কাছে একমাত্র মনোনীত দ্বীন বা জীবন বিধান হলো ইসলাম। আর ইসলাম অনুসারীদের বলা হয় মুসলিম। মুসলিমের আচার আচরণ মার্জিত হওয়া উচিত।


আরো সংবাদ



premium cement
ভোটের ‘নথি গোপন’ করতে চায় মোদি সরকার : খাড়গে চুয়াডাঙ্গায় জমিজমার জেরে কৃষককে কুপিয়ে হত্যা সড়ক দুর্ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক নিহত রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় শটগানের ২৩ রাউন্ড কার্তুজ উদ্ধার যশোরে আ.লীগের ১৬৯ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ অন্তর্বর্তী সরকারকে আরো ২ বছর সময় দিতে হবে : ভিপি নুর সতর্ক থাকুন, দেশকে কেউ যেন বিভক্ত করতে না পারে : মির্জা ফখরুল নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবি আর্থিক অনিয়মের অভিযোগে রাবি অধ্যাপক আতাউরকে সাময়িক অব্যাহতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন নাসিমুল গনি রাজশাহীতে রাজপাড়া থানার নতুন ভবন উদ্বোধন

সকল